এটা খুবই দু:খজনক খবর আমরা জেনেছি, ওপেন নলেজ ভারতের অ্যাম্বাসেডর এবং এ অঞ্চলের কমিউনিটির অন্যতম একজন শীর্ষ কর্মী শুভজিত গঙ্গোপাধ্যায় হঠাৎ মারা গেছেন।
অসুস্থ অবস্থায় খুব সংক্ষিপ্ত সময়ে মাত্র ৩০ বছর বয়সে মারা গেছেন শুভজিত গঙ্গোপাধ্যায়। গত ৭ এপ্রিল, স্থানীয় সময় সকালে তাঁর নিজের বাড়ি ভারতের কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। তার এ চলে যাওয়া তার পরিবার এবং প্রিয় মানুষদের পাশাপাশি তার সহকর্মী এবং আন্তর্জাতিক ওপেন ডেটা এবং ওপেন নলেজ কমিউনিটির কাছে প্রচন্ড দু:খজনক ঘটনা।
নিজের কাজের এবং ব্যক্তিগত সময়ের মধ্যেই ওপেন ডেটা, ওপেন সায়েন্স এবং ওপেন এডুকেশন, বিষয়ে কাজ করার পাশাপাশি কমিউনিটিতে এ বিষয়ে সচেতনতা এবং কমিউনিটি তৈরির ক্ষেত্রে পরিচিত মুখ ছিলেন। অতি সম্প্রতি তিনি সফল ভাবে মূল আয়োজক হিসেবে করেছেন ইন্ডিয়া ওপেন ডেটা সামিট এবং ভারতের স্থানীয় শহরের জরিপে প্রকল্প প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি গ্লোবাল ওপেন ডেটা ইনডেক্সে, তথ্য প্রদান এবং রিভিউয়ার হিসেবেও অবদান রেখেছেন। সারা বিশ্বে কমিউনিটি দ্বারা পরিচালিত এ ধরনের এ কার্যক্রমে বিভিন্ন ধরনের ডেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য কতটা উন্মুক্ত সেটি তুলে ধরা হয়েছে। এর বিষয় ছিলো: রাজনৈতিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা।
গত দুই বছর ধরে ওপেন নলেজ ভারতের স্থানীয় গ্রুপ তৈরি এবং স্বেচ্ছাসেবী হিসেবে সমন্বয়কের কাজ করে আসছিলেন। পাশাপাশি ওপেন ডেটা নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন গ্রুপের সঙ্গেও যৌথভাবে সমন্বয়ের কাজ করছিলেন তিনি। গত বছর তিনি ফেলো কমিউনিটি নেতা হিসেবে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওপেন নলেজ উৎসবে যোগ দেন এবং ভারতের পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং গ্লোবালি ওপেন নলেজ এবং ওপেন ডেটা সংক্রান্ত কাজে যুক্ত থাকা এবং নেতৃত্ব দেয়ার বিষয়েও আলোচনা করেছিলেন।
তার আকস্মিক মৃত্যুর খবর জানার পর থেকেই গত কয়েক দিন ধরেই নানা ধরনের বার্তা পাচ্ছি আমরা। শুভজিতের কাজ নিয়ে কমিউনিটির নেতা এবং সদস্যরা নিজেদের নানা মতামত এবং তাকে স্মরণও করছেন। তার এমন চলে যাওয়াটা সত্যিকার অর্থেই দারুন এক শূন্যতা সৃষ্টি করেছে এবং আমাদের সারা বিশ্বের এ কমিউনিটির জন্যই এটা বড় একটা ক্ষতি।
আমাদের এ স্মরণ এবং চিন্তাধারা তার পরিবার এবং প্রিয় মানুষদের জন্য। আমরা আশা করছি তার কাজ এবং লক্ষ্য সারাবিশ্বের এ কার্যক্রমগুলোর সঙ্গে জড়িত সকলের জন্য একটা দারুন উদাহরণ হয়ে থাকবে। শুভজিতের আত্মা শান্তিতে থাকুক।